হাশরের ময়দানে ৫টি প্রশ্নঃ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু
‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
“কিয়ামতের দিন (হাশরের ময়দানে) বান্দা তার স্থানেই দাঁড়িয়ে থাকবে, যে পর্যন্ত না
তাকে জিজ্ঞেস করা হবেঃ
১. তার জীবনকাল কিভাবে
কাটিয়েছে,
২. তার জ্ঞান কি কাজে লাগিয়েছে,
৩. তার সম্পদ কোথা থেকে
অর্জন করেছে,
৪. তার সম্পদ কোথায় খরচ
করেছে এবং
৫. তার শরীর কিভাবে পুরানো
করেছে?”
[ইমাম তিরমিযীঃ ২৪১৭, হাদীসটি
হাসান ও সহীহ]
No comments:
Post a Comment