নফসের সাথে কাম প্রবৃত্তির একটা সম্পর্ক আছে। তাই ভাই ও বোনেরা দেখুন ত এই দু'আগুলি আমার আপনার জন্য কতটুকু জরুরি।
#অন্তরের_খারাপী_ও_যিনা_থেকে_বাঁচার_৯টি_দোয়া-
রসূলের ভবিষ্যৎ বাণী শেষ জামানায় মানুষের ঈমান টিকিয়ে রাখা নিজের হাতের তালুতে আগুনের কয়লা রখার চেয়েও বেশি কষ্ট হবে। মানুষের ক্বলব/নফস/আত্মা/অন্তর আজ কলুষিত। তাই আজ অবলীলায়য় মানুষ আজ বিভিন্ন পাপ কাজে জড়িয়ে যচ্ছে। ব্যাভিচার/ যিনা আজ তরূণ প্রজন্মের এক মারাত্মক ব্যধি। তাই আল্লাহর কাছে তাহাজ্জুদে, প্রতি আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে, প্রতি ফরজ সলাতের পর, জুমু'আ দিন আসরের পর দু'আ কবুলের বিশেষ মুহূর্তগুলি সর্বাদা আল্লাহর কাছে চাবেন। আর প্রতিদিন ১টি দু'আ শিখলে ৯ দিনে ৯টি দু'আ মুখস্থ হয়ে যাবে। আরবি দেখে মুখস্থ করুন। সহায়তার জন্যে বাংলা উচ্চারণ দেয়া হয়েছে। আর অর্থ সহ মুখস্থ করুন। আর না হলে কি চাচ্ছেন এটিই বুঝবেন না।
#ক্বলব_(#অন্তর)#সংশোধনের_দোয়া-
♣১) দ্বীনের পথে হিদায়াতের উপর টিকে থাকার জন্য আল্লাহর শেখানো দোয়া -
ﺭَﺑَّﻨَﺎ ﻟَﺎ ﺗُﺰِﻍ ﻗُﻠُﻮﺑَﻨَﺎ ﺑَﻌْﺪَ ﺇِﺫْ ﻫَﺪَﻳْﺘَﻨَﺎ ﻭَﻫَﺐ ﻟَﻨَﺎ ﻣِﻦ ﻟَّﺪُﻧﻚَ ﺭَﺣْﻤَﺔً ﺇِﻧَّﻚَ ﺃَﻧْﺖَ ﺍﻟْﻮَﻫَّﺎﺏُ
#উচ্চারণ - রব্বানা-লা-তুযিগ্ কুলূবানা- বা’দা ইয্ হাদাইতানা-অহাবলানা-মিল্ লাদুন্কা রহমাহ , ইন্নাকা আন্তাল্ অহ্হা-ব্।
#অর্থ- হে আমাদের রব, আপনি হিদায়াত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি সবকিছুর দাতা। (সূরা আলে ইমরান : আয়াত- ৮)
♣২) অন্তরকে দ্বীনের উপর অবিচল রাখতে রসূলের শেখানো দোয়া-
ﻳَﺎ ﻣُﻘَﻠِّﺐَ ﺍﻟْﻘُﻠُﻮﺏِ ﺛَﺒِّﺖْ ﻗَﻠْﺒِﻲ ﻋَﻠﻰ ﺩِﻳْﻨِﻚ َ
#উচ্চারণ- ইয়া মুক্বাল্লিবাল ক্বুলূবি সাব্বিত ক্বলবী আ'লা- দ্বীনিক।
#অর্থ- হে অন্তর সমুহের ওলট-পালটকারী! আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। (তিরমিযী : হাসান।)
♣৩)অন্তরসমূহকে আল্লাহর আনুগত্যের দিকে ঘুরানোর দু'আ-
ﺍَﻟﻠّﻬُﻢَّ ﻣُﺼَﺮِّﻑَ ﺍﻟْﻘُﻠُﻮﺏِ ﺻَﺮِّﻑْ ﻗُﻠُﻮْﺑَﻨَﺎ ﻋَﻠﻰ ﻃَﺎﻋَﺘِﻚَ
#উচ্চারণ - আল্লা-হুম্মা মুছররিফাল ক্বুলূবি ছররিফ ক্বুলূবানা- আ'লা- ত্বয়া-আ'তিক।
#অর্থ- হে আল্লাহ! হৃদয় সমূহের
পরিবর্তনকারী! আমাদের হৃদয়গুলোকে আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দিন।
(মুসলিম)
♣৪) হিদায়াত, তাক্বওয়া, সচ্চরিত্র ও প্রাযুর্যতার দু'আ-
ﺍَﻟﻠّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺍﻟْﻬُﺪﻯ ﻭَﺍﻟﺘُّﻘﻰ ﻭَﺍﻟْﻌَﻔَﺎﻑَ ﻭَﺍﻟْﻐِﻨﻰ
#উচ্চারণ - আল্লা-হুম্মা ইন্নী আস আলুকাল হুদা ওয়াততুক্বা- ওয়াল আ'ফা-ফা ওয়াল গিনা।
#অর্থ- হে আল্লাহ! আমি আপনার কাছে হিদায়াত, তাকওয়া, সচ্চরিত্রতা ও প্রাচুর্য্যতার প্রার্থনা করছি। ( মুসলিম)
♣৫) কৃত আমল ও না করা আমলের অনিষ্ট হতে আশ্রয় চাওয়ার দু'আ-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا
#উচ্চারণ- আল্ল-হুম্মা ইন্নী আউ'-যুবিকা মিনাল আ'জঝি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আ'যা-বিল ক্বাবর। আল্ল-হুম্মা আ-তি নাফসী তাক্বওয়া-হা- ওয়া ঝাক্কিহা- আনতা খইরু মান ঝাক্কা-হা- আনতা ওয়ালিয়্যুহা- ওয়া মাওলা-হা-। আল্ল-হুম্মা ইন্নী আউ'-যুবিকা মিন ইলমিন লা- ইয়ানফা'অ ওয়ামিন ক্বলবিন লা- ইয়াখশা'অ ওয়ামিন নাফসিন লা- তাশবা'অ ওয়ামিন দা'অওয়াতিন লা- ইউসতাজা-বু লাহা-।
#অর্থ- "হে আল্লাহ! আমি আপনার কছে আশ্রয় চাই, অক্ষমতা, অলসতা, কাপুরষতা, কৃপণতা, বার্ধক্য এবং কবরের আযাব থেকে। হে আল্লাহ! আপনার আমার নফসে (অন্তর) তাকওয়া দান করুন এবং একে পরিশুদ্ধ করে দিন। আপনি একে সর্বোত্তম পরিশোধনকারী, আপনিই এর মালিক ও এর অভিবাবক। হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই অনুপকারী ইলম থেকে ও ভয় ভীতিহীন কলব থেকে; অতৃপ্ত নফস থেকে ও এমন দুআ থেকে যা কবুল হয় না।" (মুসলিম (ইফাঃ) অধ্যায়ঃ ৫০/ যিকর, দু’আ, তাওবা ও ইসতিগফার, হাদিস নম্বর-৬৬৫৮।)
♣৬) অন্তরের হেদায়াত ও নফসের অনিষ্ট থেকে বাঁচার দু'আ-
اللَّهُمَّ أَلْهِمْنِي رُشْدِي وَأَعِذْنِي مِنْ شَرِّ نَفْسِي
#উচ্চারণ - আল্লা-হুম্মা আলহিমনী রুশদী ওয়াআ'ইযনী মিন শাররি নাফসী।
#অর্থ- হে আল্লাহ! আমার অন্তরে হেদায়াত ঢেলে দিন আর আমাকে পানাহ দিন আমার নফসের অনিষ্ট থেকে। ( তিরমিজী-৩৪৮৩, অধ্যায় ৫০ )
#যিনা_থেকে_বাঁচার_দোয়া-
♣১)ক্ষমা, অন্তর পবিত্র ও চরিত্র রক্ষার দোয়া -
ﺍﻟﻠﻬُﻢَّ ﺍﻏْﻔِﺮْ ﺫَﻧْﺒِﻲ ﻭَﻃَﻬِّﺮْ ﻗَﻠْﺒِﻲ، ﻭَﺣَﺼِّﻦْ ﻓَﺮْﺟِﻲ
#উচ্চারণ: আল্লাহুম্মাগফির যাম্বী- ওয়া ত্বহহির ক্বলবী- ওয়া হাছছিন ফারজী-
#অর্থ: হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। আমার অন্তরকে পরিষ্কার করুন এবং আমার চরিত্র রক্ষা করুন। (আহমদ- ২২২১১)
♣২) মন্দ কিছু শোনা, দেখা, বলা, অন্তরের খারাপি ও বীর্যের অপব্যবহার হতে রক্ষা পাওয়ার জন্য দোয়া -
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّ ﺳَﻤْﻌِﻲ، ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﺑَﺼَﺮِﻱ، ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﻟِﺴَﺎﻧِﻲ، ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﻗَﻠْﺒِﻲ، ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ
ﻣَﻨِﻴِّﻲ
#উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আ’ঊযুবিকা মিন শাররি সাম‘ঈ, ওয়া মিন শাররি বাসারী-, ওয়া মিন শাররি লিসানী, ওয়া মিন শাররি ক্বালবী, ওয়া মিন শাররি মানিয়্যয়ী।
#অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই মন্দ কিছু শোনা থেকে, মন্দ কিছু দেখা থেকে, মন্দ কিছু বলা থেকে, আমার বীর্যের অপব্যবহার হতে রক্ষা পাওয়ার জন্য।
(আবু দাউদ ১৫৫১, তিরমিযী ৩৪৯২, নাসাঈ ৫৪৪৪,৫৪৫৫)
♣৩) গর্হিত চরিত্র, কাজ ও কুপ্রবিত্তি থেকে আশ্রয় চাওয়ার দোয়া -
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻣُﻨْﻜَﺮَﺍﺕِ ﺍﻷَﺧْﻼَﻕِ
ﻭَﺍﻷَﻋْﻤَﺎﻝِ ﻭَﺍﻷَﻫْﻮَﺍﺀِ
#উচ্চারণ - আল্লা-হুম্মা ইন্নী আউ'-যুবিকা মিন মুনকাড়া-তিল আখলা-ক্বি ওয়াল আ'অমা-লি ওয়াল আহওয়া-অ।
#অর্থ- হে আল্লাহ, আমি তোমার কাছে গর্হিত চরিত্র, গর্হিত কাজ ও কুপ্রবিত্তি হতে আশ্রয় চাই। (তিরমিযী, ইসলামিক ফাউন্ডেশন।৬ষ্ঠ খন্ড।অধ্যায়ঃ দোয়া।হাদিস নাম্বার ৩৫৯১।)
বি:দ্র- আমার অনুমতি ছাড়াই দু'আগুলি কপি, পেষ্ট করে ছড়িয়ে দিন ওয়ালে, গ্রুপে, পেজে, ইনবক্সে, ব্লগে। আর নোটপ্যাড এ সেভ করুন পোষ্টটি তাহলে আরবি ফন্ট বড় আসবে।
1 comment:
JazakAllah khairan
Post a Comment