Friday, August 16, 2019

Salat e Janaza

জানাযার নামাজের বিবরনঃ

মুর্দাদের রূহের মাগফিরাট কামনায় দাফনের  আগে এই নামাজ পড়া হয়, উহাকে জানাযার নামাজ বলে, এই নামাজ ফরজে "কেফায়াহ"। কিছু লোকে আদায় করিলে সকলের পক্ষ হইতে আদায় হইয়া যায়।

মূর্দাদের মাথা উওর দিকে রাখিয়া ছিনা বরাবর ইমাম দাড়াইবে তাহার পিছনে ৩/৫/৭ কাতারে মুক্তাদীগণ  দাড়াইবে।

ইমামের তাকবীরের পরে মুক্তাদীগণ নিয়ত করত হাত বাধিয়া নামাজ শুরু করবে।এই নামাজে চার তাকবীর বলা ও দাড়ানো ফরজ এবং মুর্দার জন্য দোয়া করা ওয়াজীব।

জানাযার নামাজের নিয়তঃ

উচ্চারনঃ
নাইয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তায়ালা আরবায়া তাকবিরাতি ছালাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি,আছানাউ লিল্লাহী তায়ালা  ওয়াছালাতু আলান্নাবিয়ি ওয়াদ্দুআউ লিহাযাল মাইয়িতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবর।

ছানাঃ

উচ্চারনঃ

সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা ওয়া তাবারাকাসমুুকা ওয়া তাআলা জাদ্দুকা ওজাল্লা ছানাউকা ওয়ালা ইলাহা গাইরুকা।

তারপর ২য় তাকবীর বলিয়া হাত না উঠাইয়া সকলে চুপে চুপে দুরূদ শরীফ পাঠ করিবে
হাত না উঠাইয়া ৩য় তাকবীরে বলিয়া নিচের দোয়া পরিবে।

জানাযার নামাজের দোয়াঃ

উচ্চারনঃ
আল্লাহুম্মাগ ফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদীনা ওয়া গায়িবিনা।

আল্লাহুম্মা মান আহইয়াইতাহু ।মিন্না ফায়াহয়িহী আলাল ইসলামী ওয়া মান তাওয়াফফাহু আলালঈমান।

অর্থ ঃ
হে আল্লা!আমাদের ভিতরে জীবিত, মৃত,বালক বালিকা, সকলকে মাফ করিয়া দিন। হেআল্লাহ! আমাদের ভিতরে  যাহাদেরকে জীবিত রাখ ইসলামের উপর জীবিত রাখিও। যাহাদের মৃতু্ ঘটাও  তাদেরকে ইমানের সাথে মৃত্যু দান করিও।


No comments: