আসবাহ্না ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি ওয়ালহাম্দু
লিল্লাহি, লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল
হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাই’ইন ক্বাদীর। রব্বি আস্আলুকা খাইরা মা ফী হা-যাল ইয়াউমি
ওয়া খাইরা মা বা‘দাহু, ওয়া আ‘ঊযু বিকা মিন শাররি মা ফী হা-যাল ইয়াউমি ওয়া শাররি মা
বা‘দাহু। রব্বি আঊযু বিকা মিনাল কাসালি ওয়া সূইল-কিবারি। রব্বি আ‘ঊযু বিকা মিন ‘আযাবিন
ফিন্না-রি ওয়া আযাবিন্ ফিল ক্বাবরি।
আল্লা-হুম্মা বিকা আসবাহ্না ওয়াবিকা আমসাইনা ওয়াবিকা
নাহ্ইয়া, ওয়াবিকা নামূতু ওয়া ইলাইকান নুশূর।
আল্লা-হুম্মা ইন্নী আসবাহ্তু উশহিদুকা ওয়া উশহিদু
হামালাতা ‘আরশিকা ওয়া মালা-ইকাতিকা ওয়া জামী‘আ খালক্বিকা, আন্নাকা আনতাল্লা-হু লা ইলা-হা
ইল্লা আনতা ওয়াহ্দাকা লা শারীকা লাকা, ওয়া আন্না মুহাম্মাদান আব্দুকা ওয়া রাসূলুকা।
আল্লা-হুম্মা মা আসবাহা বী মিন নি‘মাতিন আউ বিআহাদিন মিন খালক্বিকা ফামিনকা
ওয়াহ্দাকা লা শারীকা লাকা, ফালাকাল হাম্দু ওয়ালাকাশ্ শুক্রু।
আল্লা-হুম্মা ‘আ-ফিনী ফী বাদানী,
আল্লা-হুম্মা ‘আ-ফিনী ফী সাম্‘ঈ
আল্লা-হুম্মা ‘আ-ফিনী ফী বাসারী।
লা ইলা-হা ইল্লা আনতা।
আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল কুফরি ওয়াল-ফাক্বরি
ওয়া আ‘উযু বিকা মিন ‘আযা-বিল ক্বাবরি,
লা ইলাহা ইল্লা আন্তা।
হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা হুয়া, ‘আলাইহি তাওয়াক্কালতু, ওয়াহুয়া রব্বুল
‘আরশিল ‘আযীম।
সুব্হানাল্লা-হিল ‘আযীম ওয়াবিহামদিহী।
সুব্হানাল্লা-হি ওয়া বিহামদিহী, সুব্হানাল্লা-হিল
‘আযীম।
লা হাউলা ওয়ালা কূওয়াতা ইল্লা বিল্লা-হ।
সুবহানাল্লা-হি ওয়ালহাম্দু লিল্লা-হি ওয়ালা ইলা-হা
ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার।
লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু,
আল্লা-হু আকবার কাবীরান, ওয়ালহামদুলিল্লা-হি কাসীরান, সুবহা-নাল্লা-হি রাব্বিল
আ-লামীন, লা হাউলা ওয়ালা কূওয়াতা ইল্লা বিল্লা-হিল ‘আযীযিল হাকীম।
আল্লা-হুম্মাগফির লী, ওয়ারহামনী, ওয়াহদিনী, ওয়ারযুক্বনী।
আল্লা-হুম্মাগফির লী ওয়ারহামনী ওয়াহদিনী ওয়া ‘আ-ফিনী ওয়ারযুক্বনী।
সুবহা-নাল্লা-হি, ওয়ালহামদুলিল্লা-হি, ওয়া লা-ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়াল্লা-হু
আকবার, ওয়ালা হাউলা ওয়ালা কূওয়াতা ইল্লা বিল্লা-হি।
“আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল
‘আফওয়া ওয়াল- ‘আ-ফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আ-খিরাতি।
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল
‘আফওয়া
ওয়াল-‘আ-ফিয়াতা ফী দ্বীনী ওয়াদুনইয়াইয়া,
ওয়া আহ্লী ওয়া মা-লী, আল্লা-হুম্মাসতুর
‘আওরা-তী ওয়া আ-মিন রাও‘আ-তি।
আল্লা-হুম্মাহফাযনী মিম্বাইনি
ইয়াদাইয়্যা ওয়া মিন খালফী
ওয়া ‘আন ইয়ামীনী ওয়া শিমা-লী
ওয়া মিন ফাওকী।
ওয়া আ‘ঊযু বি‘আযামাতিকা আন উগতা-লা
মিন তাহ্তী।“
আল্লা-হুম্মা আ-লিমাল গাইবি
ওয়াশ্শাহা-দাতি ফা-ত্বিরাস সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, রব্বা কুল্লি শাই’ইন ওয়া মালীকাহু,আশহাদু আল-লা ইলা-হা ইল্লা আনতা। আ‘উযু বিকা মিন শাররি নাফ্সী ওয়া মিন শাররিশ শাইত্বা-নি ওয়াশিরকিহী/ওয়াশারাকিহী
ওয়া আন আক্বতারিফা ‘আলা নাফ্সী সূওআন আউ আজুররাহূ ইলা মুসলিম।
রদ্বীতু বিল্লা-হি রব্বান, ওয়াবিল
ইসলা-মি দ্বীনান, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লা-হু ‘আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যান।
ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়্যূমু
বিরহ্মাতিকা আস্তাগীসু, আসলিহ্ লী শা’নী কুল্লাহু, ওয়ালা তাকিলনী ইলা নাফসী ত্বারফাতা
‘আইন।
আসবাহ্না ওয়া আসবাহাল-মূলকু লিল্লা-হি রব্বিল ‘আলামীন।
আল্লা-হুম্মা ইন্নী আস্আলুকা খাইরা হাযাল ইয়াওমি ফাতহাহু ওয়া নাসরাহু ওয়া নুরাহু ওয়া
বারাকাতাহু ওয়া হুদা-হু। ওয়া আ‘ঊযু বিকা মিন শাররি মা ফীহি ওয়া শাররি মা বা‘দাহু।
আসবাহনা ‘আলা ফিতরাতিল ইসলামি
ওয়া আলা কালিমাতিল ইখলাসি ওয়া আলা দ্বীনি নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লা-হু আলাইহি
ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি আবীনা ইবরা-হীমা হানীফাম মুসলিমাও ওয়ামা কা-না মিনাল মুশরিকীন।
লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু
লা শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর।
সুব্হা-নাল্লা-হি ওয়া বিহামদিহী
‘আদাদা খালক্বিহী, ওয়া রিদা নাফসিহী, ওয়া যিনাতা ‘আরশিহী, ওয়া মিদা-দা কালিমা-তিহী।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতূবু ইলাইহি।
আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি
মিন শাররি মা খালাক্বা।
আল্লা-হুম্মা সাল্লি ওয়াসাল্লিম
‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।
No comments:
Post a Comment