সিজদার দো‘আ সমূহ:-
রাসুল (সা:) বলেছেন সিজদার সময় বান্দা আল্লাহ্র সবচেয়ে বেশি নিকটে থাকে, তাই তোমরা সিজদায় বেশি করে দুয়া করো।
সিজদায় কমপক্ষে ৩ বার বলতে হবে-
سبحان ربي العلى-
সুবহানা রব্বিয়াল আ'লা
অর্থাৎ আমার মহান সুউচ্চ প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি।
(আবু দাউদ, নাসাই, ইবন মাজা,আহমাদ)
সিজদার অন্যান্য দো‘আ সমূহের কয়েকটি :---
1- (اَللَّهُمَّ اغْفِرْ لِيْ ذَنْبِيْ كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَ أَوَّلَهُ وَآخِرَهُ وَعَلاَنِيَتَهُ وَسِرَّهُ (مسلم)-
আল্লাহুম্মাগফিরলি জাম্বি কুল্লুহ, দিক্কাহু ওয়া জিল্লাহু, ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলা নিয়্যাতাহু ওয়া সিররাহু
অর্থাৎ হে আলালহ আমার সমস্ত গুনাহ মাফ করে দাও, ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য অ গোপন গুনাহ।( মুসলিম ১/৩৫০)
2- (سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللَّهُمَّ اغْفِرْ لِيْ (مسلم)-
সুব হানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি
অর্থাৎ
হে আল্লাহ্, আমাদের প্রভু! তোমার পবিত্রতা ঘোষণা করি তোমার প্রশংসা সহ। হে আল্লাহ্! তুমি আমাকে মাফ করে দাও।( বুখারি ও মুসলিম)
3-اَللَّهُمَّ إنِّيْ أَعُوْذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَأَعُوْذُ بِمُعَافَاتِكَ مِنْ عُقُوْبَتِكَ، وَأَعُوْذُ بِكَ مِنْكَ، لاَ أُحْصِيْ (ثَنَاءً عَلَيْكَ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ (مسلم-
আল্লাহুম্মা ইন্নি আউজুবি রিদ্বা-কা মিন সাখাতিকা, ওয়া বি মুয়া-ফা-তিকা মিন উকুবাতিকা ওয়া আউজুবিকা মিঙ্কা, লা উহসি ছানা- আ আলাইকা আনতা কামা আছনাইতা আলা নাফসিকা
অর্থাৎ
হে আল্লাহ্! আমি আশ্রয় চাই তোমার অসন্তুষ্টি হতে তোমার সন্তুষ্টির মাধ্যমে, আর আমি তোমার নিকট আশ্রয় চাই তোমার গজব হতে, তোমার প্রশংসা গুনে শেষ করা যায় না, তুমি সেই প্রশংসার যোগ্য যেরূপ নিজের প্রশংসা তুমি নিজে করেছো।( মুসলিম ১/ ৩৫২০)
4- اَللَّهُمَّ لَكَ سَجَدْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ وَ أَنْتَ رَبِّىْ، سَجَدَ وَجْهِيَ لِلَّذِيْ خَلَقَهُ وَصَوَّرَهُ فَأَحْسَنَ صُوَرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ، فَتَبَارَكَ اللهُ أَحْسَنُ الْخَالِقِيْنَ (مسلم)- (صفة صلاة النبي
আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়াবিকা আমান্তু ওয়া লাকা আস্লামতু সাজাদা ওয়াজ হিয়ালিল্লাজি খলাকাহু ওয়া সাউওয়ারাহু, ওয়া শাক্কা সাম'আহু ওয়া বাসারাহু, তাবা-রাকাল্লা-হুছি, আহসানুল খ-লিকিনা
অর্থাৎ
হে আল্লাহ আমি তোমারই জন্য সিজদা করেছি, তোমারই প্রতি ঈমান এনেছি। তোমার জন্য নিজেকে শপে দিয়েছি আমার মুখ মণ্ডল ( আমার সমগ্র দেহ) সিজদায় অবনমিত সেই মহান সত্ত্বার জন্য যিনি উহাকে সৃষ্টি করেছেন এবং সমন্বিত আকৃতি দিয়েছেন এবং উহার কান ও চোখ দিয়েছেন,মহিমান্নিত আল্লাহ্ সর্বোত্তম স্রস্টা। ( মুসলিম ১/৫৩৪)
Jajak Allah Khair
No comments:
Post a Comment